বোনকে কটুক্তি ইভটিজারদের। ঘটনার প্রতিবাদ করায় দাদার গলার শ্বাসনালী কেটে খুনের চেষ্টা ইভটিজারদের। দাদা সাউথ মালদা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটেছে আজ সকালে মালদার বৈষ্ণবনগর থানার শব্দলপুর এলাকায়। আশঙ্খাজনক অবস্থায় আহত ছাত্র সুব্রত সরকার মালদা মেডেক্যালে নিয়ে আসা হয়েছে।
জানা গিয়েছে সুব্রতর বোন স্থানীয় কলেজের ছাত্রী। সে কলেজ ও টিউশান পড়তে বাড়ি থেকে বের হলেই তাকে কটুক্তি ও অশ্রাব্য ভাষায় গালাগালি করত কিছু ছেলে। পাশাপাশি ওই মেয়েটির ফোন নম্বর জোগার করে তাকে ফোনেও উত্যক্ত করতো এলাকার যুবক কিশোর মন্ডল সহ বেশ কয়েকজন বলে অভিযোগ। মেয়েটি তার পরিবারের লোকদের বিষয়টি জানায়। এরপর মেয়েটির দাদা সুব্রত সরকার তার বোনকে উত্যক্ত করার প্রতিবাদ জানায়। সেই সময় তাদের মধ্যে বচসা হয়। এরপর আজ সকালে সেই একই ঘটনা ঘটে। সেই সময় সুব্রত প্রতিবাদ করলে অভিযুক্ত কিশোর মন্ডল ও তারদলবল পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে সুব্রতকে খুনের চেষ্টা করে। ঘটনায় স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা খারাপ থাকায় মালদা মেডিক্যালে নিয়ে আসে। অভিযুক্তর নামে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।